সময়ের পাশাপাশি
শব্দে এখন শব্দ হাঁটে,
রেলের পাশাপাশি
কুহু কুহু কান্নায় প্রেম।
“কে আছেন? বাঁচান!” শব্দে
ছুটে যায় মেইল।
কেউ কি আছেন, যিনি
দেহের সুশীতল আকাঙ্ক্ষা নির্দ্বিধায়
খুলে ফেলে ধুয়ে দেবেন সভ্যতার মল
এক ফোঁটা শোকাতুর চোখের জলে?
মেইল ছুটছে। শব্দের পাশাপাশি
লাইনে শুয়ে পড়ে বিভীষিকার রং।
সাতরং বেহুলার স্বরে স্বরে জেগে ওঠে
বিষণ্ণ বন।
ধুয়ে-মুছে বার করতে
কেউ কি পারেন কিছু…কিছুক্ষণ, যেখানে
সূর্যের মিছিলে হতভম্ব হয়ে ছিঁড়ে পড়ে
হলুদ পাতার বন, প্রেমিক চখার চঞ্চু,
ঢং, বিনুনি, শব্দগাথা?
শব্দের পাশাপাশি
মেইল ছোটে।
চিৎকার করে ব্যথা, কান্না-মিছিলে আগুন।
একটা ক্রেইন কি কেউ আমায় পারেন দিতে?