সব ভেঙেচুরে



নিজের অজান্তেই, তোর প্রতি
কেমন একটা অধিকারবোধ জন্মে গেছে...
এটা কি তবে খারাপ অভ্যেস?

তুই আমার সামনে এসে
আমাকে স্পর্শ করতেই—
তোর প্রতি আমার আদর আসে...
মনে হয়...আজ সব নিয়ম ভেঙেচুরে যাক!

তুই কি বুঝতে পারিস...
তোকে আমি—
ভয়ংকর রকমের বেশি ভালোবেসে ফেলেছি?

আমি তোকে—
তোর করা সমস্ত অনুমানের চাইতেও...
অনেক বেশি অনুভব করতে পারি।

তুই আমার বুকের ভেতরটা ছুঁয়ে দেখলে...
ভয়ে নিস্তার খুঁজবি।
Content Protection by DMCA.com