সব পেয়ে হারাল যা

বাঁকা চাঁদ দেখা যায় আকাশে—
পাণ্ডুর মৃত নীল ফ্যাকাশে।




ছায়াঘন বন-তীর উজ্জ্বল,
নবগানে ঢেউগুলো চঞ্চল।




প্রিয়া-হারা পাখি পড়ে ঘুমায়ে,
আমলকি ডালে বাঁধা কুলায়ে।




কোলাহল কোথা গেল বিশ্বের?
ভিড় নেই একটিও নিঃস্বের।




সাদা রাত ধীরে ধীরে পা বাড়ায়,
নিশীথিনী জানে নাকো কী হারায়!




সাত ঘোড়া রথ চাকা ঘর্ঘর,
এ যুগের ইতিহাস বর্বর।




মরা হাড় জমে ওঠে শ্মশানে—
জমে ওঠে কালো মেঘ ঈষাণে।




তবু দেখি চারিধারে নিঃশ্বাস।
প্রাণে আছে ভরপুর বিশ্বাস।




বাঁকা চাঁদ ডুবে গেল সহসা,
থেমে গেল গান, এল বরষা।




আয়ু চলে বায়ু সাথে মন্থর—
সব পেয়ে হারাল কী অন্তর?
Content Protection by DMCA.com