ভেতরে তুমি, বাইরেও তুমি—
কোথাও রাখো না কোনো ফাঁক।
খোঁজাও তোমায় অনন্তপথে,
ভেতর কি বাহির, একসাথ।
প্রভু, তুমি শ্বাসের বাতাস।
দাও ঢেলে চাঁদের আলো,
কালো জলে তোলো ঢেউ।
জুঁইফুলের গন্ধ মেখে,
সুদূর জলের মতো কেউ।
প্রভু, তুমি শ্বাসের বাতাস।
আম্রকুঞ্জে আসন পাতো,
পান করো পদ্মপুকুরের মধু।
শীতলতার ঘর গড়ে দাও,
তবু বর্ষাও দাহের রোদু।
প্রভু, তুমি শ্বাসের বাতাস।
পাহাড়চূড়ায় রাজপুরুষ,
জাগাও নারীর বুকে কাঁপন,
প্রেমের শেষে সুখের দাতা,
আনো বিরহজ্বালায় আঘন।
প্রভু, তুমি শ্বাসের বাতাস।