১. আমাকে ক্রমাগত গালাগালি করে তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ২. জীবনে এমন মানুষও আসে, যারা এমন এমন কাজ করবে, যা দেখলে আপনার ভালো লাগবে, যদিও তা ক্রমেই আপনাকে শেষ করে দেবে! ৩. কাউকে যদি আপনি ক্ষমা করে দিতে চান, তবে এ আশায় বসে থাকবেন না যে, সে এসে ক্ষমাটা চাইবে। ক্ষমা করে দিন, এতে তার কিছু হোক না হোক, আপনার মানসিক চাপ কমবে। ৪. তোমাকে ভালোবাসি। ...এই অনুভূতিটা বাদে অন্য কিছু বদলাতে বলো। ৫. হয় রাতের ভাষা শিখে নিয়ো, নয় রাতে চুপ করে থেকো। ৬. কারও অসতীত্ব নিয়ে নিন্দা করার চাইতে বরং তাকে এড়িয়ে চলা ভালো। অবশ্য, বেকার ফালতু লোকের অভাব নেই। ৭. প্রতিটি সুখের মধ্যেই সূক্ষ্ম একটা দুঃখ থাকে; ওটাকে সরিয়ে রেখে কেউ সুখী হতে পারে না। ৮. রাতগুলির নৈঃশব্দ্যে, দিনগুলি রক্তাক্ত হয়। ৯. আমার সঙ্গে আমার মতো করে থাকতে না পারলে এসো না। আমি নিজের সঙ্গে নিজের মতো করে ভালো আছি। ১০. আমি তোমাকে জ্বালাই না। সত্যটা হলো, আমাকে ভেবে তুমি জ্বলো। ১১. সম্পর্কে বিশ্বস্ততা জরুরি, তার চেয়ে বেশি জরুরি: শান্তি। শান্তির কথা মাথায় রেখেই সিদ্ধান্তগুলি আসে। ১২. যার জীবন, তার সিদ্ধান্ত। কে কীভাবে ভাববে কিংবা ভাববে না, এটা নিয়ে কথা বলারই আপনি কেউ নন, ঠিক করে দেওয়া তো অনেক পরের বিষয়! ১৩. আমার ভুলে যাওয়া উচিত। অথচ আমি আজও তা নিয়েই আছি! ১৪. সব কিছুর পর, তোমার এমন কাউকেই প্রয়োজন, যে তোমার সঙ্গে থেকে যাবে, সে তোমাকে ভালোবাসুক আর না-ই বাসুক। ১৫. যত খারাপ সময়ই আসুক, যত শূন্যতাই অনুভব করো, সবসময়ই, কোথাও-না-কোথাও, এককোণে কিছু আশা পড়ে থাকে। নিজেকে গুছিয়ে নেবার জন্য ওইটুকুই যথেষ্ট। ১৬. হৃদয়ভর্তি কষ্ট নিয়ে যারা আজ চুপ হয়ে আছে, তাদের জীবনটাও একদিন সুন্দর হবে। জমানো কথাগুলি সেদিন তারা একটা একটা করে বলবে। ১৭. অনেক কষ্ট গিলেছি। আজ আমায় একটু চুপ থাকতে দাও, বুকভরে নিঃশ্বাস নেবো। ১৮. আমার আজও ভাবতে ভালো লাগে, তুমি আকাশের সেই তারাটি, যে আমার দুঃখের রাতগুলিতে সবচাইতে উজ্জ্বল হয়ে জ্বলে, আমাকে আলো দেখায়। ১৯. আমার চারিদিকে কত লোকের ভিড়! ওদের মধ্যে এক সে-ই শুধু নেই, যাকে আমি খুঁজি। এর চেয়েও বেশি একাকিত্ব...সত্যিই কি হয়? ২০. খোলামনের কেউ, যে কখনও কোনও কিছু নিয়েই কাউকে জাজ করে না, তার পাশে বসে নিজের মনের সমস্ত কিছু বের করে দিতে পারা--- এর চাইতে সুখ আর কী আছে!?