১. আমার খারাপটা সহ্য করতে না পারলে, আমার সেরাটা পাবার আশা কোরো না। ২. অদৃষ্টের ফেরে... যার চাকরানি হবারও যোগ্যতা নেই, সে-ও হয় রাজরানি, আর যার রাজরানি হবারই কথা, সে-ই হয় চাকরানি। ৩. আমার প্রতি তোমার ভালোবাসার চাইতে, আমার জন্য, আমার শান্তি অনেক বেশি জরুরি। ৪. এ পৃথিবীর সবচাইতে দূরের দুইটি বিন্দু হলো: তুমি এখন যেখানে আছ, এবং যেখানে থাকবে বলে তুমি ভেবেছিলে। ৫. দুঃখের মধ্যেই ভালোবাসাকে খুঁজে নেবার চেষ্টা করো। একবার তা পেয়ে গেলে আর কখনওই কারও মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। ৬. যদি তোমাকে বলি, 'আমাকে ভুলে যেয়ো না।', তবে এই বলাটার আজ আর কোনও দাম নেই। ভুলে তো তুমি আমাকে তখনই গিয়েছিলে, যখন আমরা দু-জন একসঙ্গে ছিলাম। ৭. - কোথায় ঘুরতে যাবে? - নিজের হৃদয়ঘরে। ৮. মাত্র দুটো কাজ করলেই জিতে যাবে: নিজের রাস্তায় ঠিক থাকো। কাউকেই ঘৃণা কোরো না। ৯. যদি পৃথিবীর কাছ থেকে লাথি খাও, নিজেকে অন্য জায়গায় সরিয়ে নাও। ১০. ভালো বন্ধুর চাইতে প্রকৃত বন্ধু বেশি দরকার। বাইরে থেকে তো অনেককেই ভালো মনে হয়! ১১. আমরা দু-জন... শুধুই কি এই মুহূর্তের? না কি সারাজীবনের? ১২. যেখানে কেউই আপনাকে বুঝতে পারে না, সেখানে, দেরিতে হলেও, এমন একজনকে পাওয়া ভালো, যে আপনাকে বুঝতে পারে। তাকে পাবার জন্য যে-কোনও কিছুই ছাড়া যায়। ১৩. এসো, ক্যালিডোস্কোপ হয়ে বাঁচি। নিজের ভেতরের ভাঙা টুকরোগুলিকে নকশার মতো করে সাজাই... ১৪. আহা, শেষ যে-বার আমাদের দেখা হলো, তখন যদি আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে রাখতাম! ১৫. ছোটোবেলা থেকেই... অন্যরা যেমন ছিল, আমি তেমন ছিলাম না। অন্যরা যা দেখত, আমি তা দেখতাম না। ১৬. আমি জানি, আপনার অনেক যোগ্যতা। আপনি জেনে রাখুন, ওসব আমার কোনও কাজে লাগবে না। এখন আপনি চাইলে আমরা কথা শুরু করতে পারি। ১৭. আমি তোমাদেরই লোক। তবে আমি তোমাদের মতন নই। ১৮. ভুল মানুষের সঙ্গে থাকলে জীবনের সব কিছুই ভুল মনে হয়--- সিদ্ধান্ত, কাজ, অনুভূতি, কথাবার্তা, চালচলন...সব! ১৯. তুমি বার বারই কবিতা হয়ে চলে আসতে, আর আমি কষ্ট পেতাম। তাই আত্মহত্যাটা আমিই করেছি, কবি করেনি। ২০. আমি কখনও বুঝতে পারি না, কোনটা বেশি কষ্ট দেয়: যে মিথ্যেগুলি আমি বিশ্বাস করেছি? না কি যে সত্যিগুলি আমি বিশ্বাস করিনি?