১. প্রাক্তন স্বামী হয়, প্রাক্তন স্ত্রী হয়, কিন্তু কখনও প্রাক্তন সন্তান হয় না। ২. তোমার প্রেমে পড়লাম। বেপরোয়া হৃদয় আরও প্রেম চাইল। কী আর করব! সমুদ্রের আরও গভীরে ডুবে গেলাম। অথচ তুমি কিনা তখন দাঁড়িয়ে ছিলে তীরে! ৩. মনের মধ্যে কোনও ঘৃণা আমি রাখি না। যদি কাউকে একবার ভালোবাসি, তবে তাকে সবসময়ই ভালোবাসি। অবশ্য, তার উচিত আমার কাছ থেকে দূরে থাকা, যদি দূরত্ব তৈরি হয়েই যায়! ভালোবাসার সঙ্গে দূরত্বের কোনও বিরোধ নেই। ৪. এ জীবনে যা আমাদের সবচাইতে বেশি কষ্ট দেয়, তা হলো, জীবনটার যেমন ছবি এঁকে আমরা মাথায় রেখেছি, সেটা। ৫. ভুল বুঝো না, আমি স্বর্গ থেকে আসিনি; আমি শুধু নরক থেকে কোনোমতে বেরিয়েছি। ৬. যাকে হারিয়ে ফেলার কথা কখনও ভাবোইনি, যদি তাকেও হারিয়ে ফেলো, তবে এমন কাউকেই পাবে, যাকে পাবার কথা কখনও ভাবোইনি। ৭. যে তোমার অতীতকে বার বার সামনে নিয়ে এসে তোমাকে কষ্ট দেয়, অতিদ্রুত...তার হাত থেকে মুক্ত হও। ৮. যা তোমার দরকার, তার দাম পরিশোধ করতে আপত্তি থাকলে তার কাছে যেয়ো না, যার সময়ের দাম আছে। ৯. তোমার যাকে দরকার, তার পছন্দ তোমার পছন্দের চাইতে জরুরি। ১০. বন্ধুত্ব ভালোবাসা বাদেও টিকে থাকে। কিন্তু ভালোবাসা বন্ধুত্ব বাদে টেকে না। ১১. আমাকে ভুলতে তুমি অন্য কাউকে খুঁজে নিয়েছ। তোমাকে ভুলতে আমি নিজেকে খুঁজে নিয়েছি। তোমার সঙ্গে আমাকে মেলাতে এসো না। ১২. আমি শুধু দিতেই ভালোবাসতাম। সবসময় দিয়েই গেছি, ভালোবাসা, প্রেম...সব! বুঝিনি কখনও, যতই জল ঢালি না কেন, পাথর তবু শক্তই থেকে যায়। ১৩. আমি তাকেই জীবনের একমাত্র ঘর বানিয়ে বসে ছিলাম, আমি ছিলাম যার জীবনের দ্বিতীয় ঘর। ১৪. জীবনে কিছু ক্ষত থাকে, ক্ষমা চাইলেই যা সেরে যায় না। ১৫. স্থির হও, নিজেকে জানো। ভালোবাসা, অস্থিরতার চাইতে বরং স্থিরতার দাবি বেশি রাখে। ১৬. সবসময়ই কথা শোনাতে হয় না, মাঝে মাঝে জোর করে হলেও চুপ থেকে নিজের সঙ্গে দীর্ঘসময় কথা বলতে হয়। ১৭. যাকে বলাই যায় না, আপনি কেমন অনুভব করছেন, তার সঙ্গে না থাকাই ভালো। ১৮. আর ফিরে এসো না। বরং ইগো বেচে খাও। এখন থেকে দু-জনই নাহয় ভালো থাকি, কেমন? ১৯. মন ও হৃদয়, এই দুই যখন থাকে দুই জায়গায়, তার চাইতে কষ্টের আর কী আছে! ২০. তোমায় বোঝার চেষ্টা করি না আর, এখন শুধুই ভালোবাসি।