ভাবনার বনসাই: উনসত্তর

১. প্রতিদিনই, একটু একটু করে,
নিজেকে ভালোবাসো।


বছরশেষে দেখবে,
নিজেই নিজের প্রেমে আকণ্ঠ ডুবে আছ!


২. যা যা হারিয়েছি আজ পর্যন্ত,
সেগুলিই আমাকে এতটা ভারমুক্ত করেছে।


৩. ভেবেছিলাম, তোমাকে ভালোবাসার
আরও একটি সুযোগ পেলাম।


পরে দেখলাম,
তোমাকে হারিয়ে ফেলার সিদ্ধান্তটাই ঠিক ছিল।


৪. যত ঘণ্টা তুমি আমার মাথায় থাকো,
তার অর্ধেক সময়ও কি আমি তোমার মাথায় থাকি?


৫. সূর্য, আমার বাইরে যা-কিছু আছে,
তার সবই দেখে।
চাঁদ, আমার ভেতরে যা-কিছু আছে,
তার সবই জানে।


৬. যেসব জিনিস,
যেসব জায়গা,
যেসব মানুষ
তোমার আত্মাটাকে
ভারী করে রেখেছে,
তাদের কাছ থেকে সরে আসতে
কখনও ভয় পেয়ো না।


৭. হাসির প্রেমে সবাই-ই তো পড়ে,
কান্নার প্রেমে পড়ে কয়জন?


৮. ভালো যদি বাসতে চাও,
পুরোটাই বেসো, অর্ধেকটা নয়।


তোমার প্রতিশ্রুতি, মাঝরাতের প্রেম...
ওসব লাগবে না, শুধুই ভালোবাসা লাগবে।


৯. কেউ আমায় খুব বেশি কষ্ট দিলে,
আমি তাকে কিছুই না বলে
ক্ষমা করে দিই।


একইসঙ্গে, আমার পুরো অস্তিত্ব থেকে
তাকে চিরতরে মুছে ফেলি।


১০. তুমি হারিয়ে গেলেও
যার কিছুই এসে যায় না,
তাকে ধরে রাখতে চাওয়ার মানেই
নিজেকে হারিয়ে ফেলা।


১১. অত ভেবো না, অনুভব করো।


যা অনুভব করতে ভালো লাগে,
তা রেখে দাও।


১২. অপেক্ষা করতে থাকি...
যন্ত্রণা হতে থাকে...
সেরে উঠতে থাকি...


১৩. আমি নিজেকে দেখানোর আগেই
যে আমায় দেখতে পায়,
ভালোবাসার মানুষ আমি তাকেই বলি।


১৪. মাঝে মাঝে
পাহাড়ে ওঠা থামাতে হয়।
যেখানে আছ, ঠিক সেখান থেকেই
পাহাড় দেখতে হয়।


১৫. আমি জানি, এই পরিবর্তনটা কষ্টের।
তবু জেনে রাখো, তুমি ভেঙে যাচ্ছ না;
তুমি কেবল ভেঙে সেখানেই পড়ছ,
যেখানে পড়লে তোমার যন্ত্রণা সেরে যাবে।


১৬. তুমি কে, তা
অন্যদের ঠিক করে দিতে দিয়ো না।


১৭. আগে তো আমাকে বোঝো,
জাজ নাহয় তার পরেই করতে এসো!


১৮. তুমি সাঁতার জানো না?
ভয় নেই, আমি সমুদ্রও গিলে ফেলতে জানি!


১৯. ভালোবাসা তখনই আসে,
যখন মানুষ বিপন্ন হতেও ভয় পায় না।


২০. যার কোনও বন্ধুই নেই,
তার সিক্রেটগুলির কী দাম?
Content Protection by DMCA.com