১. যে অনুভূতিগুলি ফিরে আসে, সেই অনুভূতিগুলি আসলে কখনও হারায়ইনি। ২. যখনই দেখবেন, ভুল কোনও গল্পে ঢুকে পড়েছেন, তখনই একদৌড়ে পালান! ৩. ভালোবাসা যে কী, তা দেখায় না যে ভালোবাসা, তা ভালোবাসাই নয়! ৪. জীবনে এমন মুহূর্ত আসবে, যখন মনে হবে, এবার বুঝি আমি শেষ! জেনে রেখো, তোমার শুরুটা ঠিক তখনই! ৫. তোমার কথা তোমার অজান্তেই কারও আত্মা বিদীর্ণ করে দিতে পারে। হয় সাবধানে কথা বলো, নয় চুপ থাকো। ৬. সরি বলতে হবে না। বিশ্বাসটা তো আমি করেছি, ভুলটা তো আমারই! ৭. ওরা তোমাকে এজন্য মিথ্যে বলে না যে, সত্যটা শুনলে তুমি কষ্ট পাবে। বরং এজন্যই বলে যে, সত্যটা বললে ওদের উদ্দেশ্য হাসিল হবে না। ৮. মানুষ হারিয়ে যায়, ভালোবাসা কখনও হারায় না। অনেক দিন পর ভালোবাসা হয়ে যায় কখনও হারানো একটি সুর, কখনওবা হারানো একটি ক্ষত। ৯. সাহস করে জিজ্ঞেস করো। যা খুশি! নইলে মনে হবে, আমি খুবই রিজার্ভ। ১০. দুঃখ ছাড়া... মানুষ হবে কী করে? ১১. যে হৃদয় শূন্য যত, সে হৃদয় ভারী তত। ১২. তোমায় হারিয়ে নিজেকে খুঁজে পেলাম। আর...এভাবেই জিতে গেলাম! ১৩. আত্মা জানে, নিজের ক্ষতটুকু কী করে সারাতে হয়। মনটাকে শান্ত রাখাই তখন একমাত্র কাজ। ১৪. তোমার জীবনের পরের অধ্যায়টা এমন হোক, যাতে সেই অধ্যায় দেখে অনেকেই ভাবে, আহা, ওর সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করতে পারতাম! ১৫. এই শান্তিটা যুদ্ধ করে পেয়েছি। এটা নষ্ট করতে চাইলে, আগে আমাকে যুদ্ধে হারাও। ১৬. পুরনো জীবনটার দিকে তাকাই। তোমাকে দেখি। তারপর ভাবি, আর দেখা হবে না! তুমি বেঁচে আছ শুধুই দীর্ঘশ্বাসে! ১৭. তুমি কাউকে কতটা ভালোবাসো, তা ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবে না, যতক্ষণ না তুমি তাকে অন্য কাউকে ভালোবাসতে দেখছ। ১৮. পাখি কখনও আকাশকে বৃষ্টি থামাতে বলে না। বৃষ্টির মধ্য দিয়েই উড়তে সে শিখে নেয়। ১৯. আর যা-ই করো, কখনও কষ্টগুলিকে জিততে দিয়ো না। ২০. ভালোবাসি যাকে, তার অনুপস্থিতির চাইতে ভারী আর কীই-বা আছে!?