১.
: জীবন ধ্বংস করতে যত আনন্দ, সৃষ্টি করতে তত আনন্দ নেই।
: কে বলল?
: বেশিরভাগ লোকই নিজহাতে জীবন শেষ করে। আনন্দের না হলে তো আর করত না!
২.
: গন্তব্যে পৌঁছে গিয়েও তোমার মন খারাপ?
: পৌঁছে গেলে মানুষ কীসের পেছনে ছুটবে? কেনই-বা বেঁচে থাকবে?
৩.
: আমি রোজই তোমাকে কাঁদতে দেখি। রোজ রোজই কি দুঃখ পায় মানুষ?
: কারণ, আমি জানি, কাঁদতে তো সেই হবেই। তাই আমার ভাগেরটুকু আগেই করে রাখি, যাতে পরে যন্ত্রণা কম হয়।
৪.
: কী করব তোমার মতন হতে?
: আমার মতন হতে না চেয়ে তুমি বরং মৃত্যু চাও, সহজ হবে।
৫.
: এত ঘৃণা কোথায় ছিল তোমার?
: চোখের জলে। গভীর রাতে মুছে ফেলি, তাই দেখতে পাওনি।
৬.
: আমরা কেন সুখী হতে পারি না?
: আমরা তো আসলে দুখী হতে চাই, তাই সুখ আসে না।
৭.
: ভালোবাসা পেতে কেমন লাগে?
: ভালো লাগে না হয়তো; কারণ আমি কখনও পাইনি, ভালোবেসেছি। ভালোবাসতে যেমন লাগে, পেতে নিশ্চয়ই এত মধুর লাগে না।
৮.
: এত অভিনয় করে বেঁচে আছ কী করে?
: যত দিন জীবন, তত দিনই অভিনয়।
৯.
: আমিই বোধ হয় একমাত্র, যাকে দিয়ে কিছুই হলো না।
: যাদের দিয়ে হয়েছে, তারাও মনে মনে বলে, আমাকে দিয়েই কেন হতে হলো!
১০.
: তুমি এখন কী করো?
: বেঁচে থাকি।