কষ্ট নিয়েই কি...
আমরা সবাই বেঁচে আছি?
বেঁচে থাকার ইচ্ছেটা, কতখানি জরুরি?
এই শরীর স্রেফ ধরে রাখতেই যেন—
মানুষের ভীষণ তাড়া!
তবে...? শান্তির খোঁজ মিলবে কীসে?
আত্ম-আলিঙ্গন করেছ কখনো?
কিংবা, আত্ম-জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়েছ?
আত্ম-চিৎকারে ছুটেছ কভু?
শান্তি—খুঁজছ কেন তবে?
বেলাশেষে, একটুকরো শান্তির খোঁজে মানুষ কত কত...
কঠিন ব্রত নিতে প্রস্তুত,
নিঃশব্দে ত্যাগ করতে পারে—
জীবনের মায়াও!
কী অদ্ভুত!