শান্তসমাহিত



খুব যতনে আমার ঠোঁটে
যখন রাখো তোমার আদর,
যত বাড়ে তোমার নিঃশ্বাস...
নিঃশব্দে সরে যায় ব্যথা,
স্পষ্ট হয় গভীর আলিঙ্গনের উন্মত্ততা।

হৃদয়ছোঁয়ার নীরব সম্মতিতে...
তুমি হয়ে ওঠো ব্যাকুল,
তোমার ধীরকণ্ঠে বাজে সম্ভোগের সুর,
যেন মুক্তি চায় অপ্রাপ্তির অসুখ।

তোমার শরীরে সমর্পণ করছি—
আমার জাগতিক সব সুখ;
অতঃপর...
সকল প্রাপ্তিই নিছক অর্থহীন,
সকল আবেগই নির্বাসিত,
ভালোবাসা করেছে পক্ষপাতিত্ব,
প্রতীক্ষার প্রহর হয়েছে দীর্ঘতর,
ইচ্ছের তীব্রতা শান্তসমাহিত।