একদিন তো সবাই মরেই যাব! সেদিন আমাদের কবরের সামনে গিয়ে কে ক-ফোঁটা চোখের জল ফেলল কি ফেলল না, তা দিয়ে আমাদের কী এসে যাবে তখন? এজন্যই বলছি, যতদিন বেঁচে আছি, যতদিন শরীরে শক্তি আছে, ততদিন, আসুন, খাই-দাই, ফুর্তি করি; এবং সেইসব কাজের প্রতিটিই করি, যা যা করতে শক্তি লাগে, যা যা করতে ভালো লাগে, যা যা কারও কোনও ক্ষতি করে না, যা যা কাউকে ঠকায় না। শক্তি ফুরিয়ে গেলে নীতিকথা-আওড়ানো সেইসব মানুষগুলিও হারিয়ে যাবে, যাদের কথা মেনে মেনে নিজেকে সুখবঞ্চিত করে রেখে দিচ্ছি দিনের পর দিন।