রয়ে যাওয়া

ভেজা এক জানলা-কাচে,
খুব যত্নে এঁকেছি তোকে।
ঘন হাওয়ার কুয়াশা-চাদরে,
আঁচে মুড়ে রেখেছি তোকে।


দীর্ঘ প্রতীক্ষার শেষ প্রহরে,
আমি শুধুই চেয়েছি তোকে।
কোনও অচিন দূর অজানায়,
...ইচ্ছেটা তো হয়েইছিল,
তোর সাথেই তখুনি হারাই!


আজ সব জানতে-চাওয়া...কিছুই ওরা মানতে নারাজ,
বেপরোয়া যত অজানা, তার সবই আজ স্মৃতিতে আড়াল,
থমকে গেছে ব্যস্ত কিছু চলতি সময় অহেতুকই আজ,
বেলা শেষে আজ ফিরতে পারিনি তাই হায় কিছুতেই,
আজও দেখি, পরিচিত বহু অপরিচয়ের প্রিয় হাতছানি…


কোথাও যেন রয়ে গেছে তবু কিছু পিছুটান,
আলগোছে কখনও স্মৃতির দুয়ার খুললেই দেখি,
বহু পুরনো সেই বিশ্বস্ত তুই...দাঁড়িয়ে সেই অবয়বে!


শত সহস্র বছর পেরিয়েও, এভাবেই তোকে ছুঁয়ে যেতে চাই!
সমস্ত আমার অস্তিত্ব আর সময় জুড়ে, ঠায় রয়েই গেছিস,
আজও…এক তুই পুরো সবটাই!
Content Protection by DMCA.com