আমরা সবাই কীরকম জানি এক রেসে দৌড়োই সবসময়,
যেন জীবন এক অদৃশ্য প্রতিযোগিতা।
কষ্ট লুকোনোর রেস,
সুখী হবার রেস…
অন্তত বাঁচার জন্যে যেন অভিনয় করতেই হয় প্রতিনিয়ত।
নিজেকে লুকিয়ে রাখার এ রেসে
কে জানে, কবে যে কে হেরে যাচ্ছে ভেতর ভেতর!
আচ্ছা, সেদিন অমন গুটিয়ে ছিলে কেন?
কেমন যেন অস্থিরতায় স্থির হচ্ছিলে।
চোখে যা ছিল, তা তো ঘুম নয়…ক্লান্তি কি তবে?
এবার কি একটু বিশ্রাম নেবে?
আমি আছি তো!
দেখো, আমার কাছে কোনো মঞ্চ নেই।
তুমি যেমন, ঠিক তেমন হয়েই এসো, কেমন?