ভাবছি ভীষণ, কাঁদছি বসে, কথা শোনালে হেসে হেসে। সব ফুরিয়ে গেলই শেষে; স্বর্ণ পেলাম রুপোর বেশে।
ব্যথার দাম জেনেও দরাদরি; শুনবেই, যেন আছে কড়াকড়ি! পাড়ায় পাড়ায় বিষ ছড়াছড়ি, শেষে দিতেই হলো গলায় দড়ি!
কান্না ফেলে হাসতে গেলে অশ্রুফোঁটা ডানা মেলে। সবটা এবার ছেড়েই এলে? এতটা সাহস কোথায় পেলে?