সন্ধ্যার কালিমা ছেড়ে, সমস্ত গুমোটধুলো গায়ে মেখে
রাত আসে, নিকষকালো এক পাহাড়ি রাত।
মানুষের ক্লান্তি বুঝি ফুরোয়,
সুখের বাসরে জোনাকআলো জ্বলে।
তবু কালো এত ছড়িয়ে কেন চারিদিকে?
রাতটা কেন কখনও-বা অনুজ্জ্বলও?
হলুদ, সে যে সখ্য নিয়ে আসে,
কেন রাত হয় না বলো অমন হলুদ?
বেদনার যে নীলরংটা, রাতের যে রং,
অমন হলে ক্ষতি কী হতো?
প্রকৃতির সবুজরঙের সারি কেন মেশে না রাতে?
মেশে হয়তো, আমরা দেখি না, ওরা দেখে…
কিংবা ওরা দেখে না, আমরা দেখি।
রাত যদি হতো অন্য রকম,
তখনও কি এত লাগত ভালো?
বিধাতা কি তবে রাত গড়েছেন সবারই মনের মতো?
রাতের রং কি তবে থাকে রাতেই?
সে তো থাকে আমাদের মনের ভেতর!
যদি নিই ভরিয়ে…রাতের যত গল্প আছে---
নিজের মতো, রাতের মতো,
তবে মায়াবী যে রাত, সে তো থাকেই থাকে---
হোক না সে রাত যেমনই রঙের!
রাতের সাথে মনের দেখা চোখের ছায়ায়,
এমনই তো হয়, আসছে হয়ে…
রাতের শরীর বাসলে ভালো
রাতও বাসে তেমনি ভালো!
রাতের চাওয়া আমার কাছে,
আমার চাওয়া রাতের কাছে---
যদি এক হয়ে যায়,
সত্যি ভারি প্রেম হয়ে যায় রাতের সাথে!