ভালো তো বাসিনি তাকে সুখের আশায় কখনও, ভালো তাকে বেসেছি বলে চাইনি তো প্রতিদানও।
অকাতরে বিশ্বাসে রেখেছি হৃদয়ে তাকে ধরে, বিলিয়ে দিয়েছি হেসে নিজেকে তারই করে।
ভালোবাসার দাবিতে দিয়েছি স্বার্থ বলিদান, আত্মসুখ বিসর্জনে দিয়েছিও নিজের প্রাণ।
দর্প, অভিমান, স্বার্থ, সুখের কামনা লেশ, তার প্রেমে সকলেরই হয়েছে সমাধিশেষ।
রক্তে, অস্তিত্বে, শিরাধমনীতে বাজে তারই সুর, হৃদয়ে প্রেমের তীব্র অনল—কে বলে, সে দূর?
চিরসুখ-পিয়াসী পৃথিবীতে আছে যারা, প্রেমের কী আত্মদান, বুঝবে কি তারা?
তারা ছুটে চলে চিরদিনই যে-তৃষ্ণা মেটাতে, আমি তা রাখি বুকে, জীবনই তো সেটাতে!
আলেয়া তাদের আলো, আমার ধ্রুবতারা, আমি চিরঘুমহীন, তারা যে চিরপথহারা!
কীভাবে বুঝবে ওরা, কেমনতর এ ভালোবাসা! এতে নেই—ছিলও না…কখনোই সুখের আশা!