যেন তুমিই থাকো



এক তুমি বাদে...
আমার কাছে আর কেউই নেই।

শুনেছি,
তুমিও থাকতে চাও না
স্মৃতির ঝরাপাতায়।

তবুও, তোমাকে রাখলাম
এই বুকের খাঁচায়—
যেন তুমিই থাকো আমার
প্রাণজুড়ে,
দুঃখ ছুঁয়ে,
আঁধার রাতে...
একপশলা বৃষ্টিতে ভিজে,
আমার চায়ের চুমুকে।