যেখানে যা আছে

 অশ্রুই দেখায়,
 কষ্ট কি সহানুভূতি!
  
 অহংকারই বলে,
 অর্থ কি অনর্থ!
  
 সংস্কারই বোঝায়,
 পরিবারটা কেমন!
  
 কথায় প্রমাণ,
 মানুষটা যেমন!
  
 তর্কের ধরনেই
 জ্ঞানের গড়ন!
  
 নিয়তে মেশা
 ধ্যানের দিশা।
  
 চোখ দেখেই
 সৌন্দর্য বুঝি!
  
 স্পর্শেই স্পষ্ট,
 কার মনে কী!
  
 সময়ই সাক্ষী,
 সম্পর্ক কি অভিনয়! 
Content Protection by DMCA.com