যাপনের অগোচরে



"একটুকরো মুহূর্ত—
তাকে কি সত্যিই এতবার অনুভব করা যায়?"

"কিছু স্মৃতি—
ওদের কি বার বার জাগিয়ে তোলা যায়?"

"আক্ষেপ পুষে রেখেও—
এতখানি নীরব থাকা যায়?"

"দৃষ্টির সীমারেখা ভুলেও—
আমৃত্যু একজায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা যায়?"

"একটা নামহীন সম্বোধনে—
এতটা কাছে আসা যায়?"

"ক্ষণিকের সেই স্পর্শকে—
বুকের এত গভীরে লালন করা যায়?"

"তোমার আঙুলে আমার চুল জড়িয়ে, একাকী—
এতদূর পথ পেরিয়ে ফেলা যায়?"

"এর সবটাই কি থেকে যেত অজানা?—
যদি না হতো সেই দেখা?"

"তোমার নিঃশ্বাসেই ছিল—
আমার জীবনের শ্রেষ্ঠ প্রহর গাঁথা।"