যবনিকাপতন

রাত পোহালে ফিরিস ঠিকই নিজের আঙিনায়,
কষ্ট যত, লুকিয়ে রাখিস মনের আঁধার কোনায়,
অভিমানে বুকটা বাঁধিস নিশীথিনীর এক পাড়ায়,
যবনিকাপতন নীরবে দেখিস সেই ঘাতক কুয়াশায়,
জীবনটাকে নিস জড়িয়ে তবু বিষণ্ণতায়, ব্যথায়,
বিবর্ণতা ভালো তো বাসিস হৃদয়পোড়া রঙখেলায়,
হারানো সুরও ঠিক খুঁজে পাস দহনগানের উদাসীগলায়,
চোখের জলেই মূল্য মেটাস বিশ্বাসের অচিন মেলায়,
শেষযাত্রায় স্নানটা সারিস সোহাগেরই বিষের ক্রিয়ায়!
Content Protection by DMCA.com