আর কেন বিফল রোদন? কাঁদিয়েছ, কেঁদেছও ঢের, এসো প্রিয়া, করি উদ্যাপন, এইখানে ব্রত আমাদের।
চোখে দেখো, মুছে জল ম্লান মুখ, তবু ভাসে হাসি, বিস্মৃতির পাষাণ চেপে... দিই ঢেকে পুরাতন বাঁশি।
দু-পাতা দৃষ্টি বুজে ফেলি, ফেরাই অন্য দিকে মুখ, আর হৃদয়ের অতল হতে যত উপড়ে ফেলি দুঃখ।
অকালেই ভাঙি ফুলশয্যার... হায়, স্বপন দেখার সে মায়াঘুম, যে আগুনে দগ্ধ কলেবর, আজ তা-ই হলো এমন নিধুম!
যাও প্রিয়া, সেই পথে যাও, যে পথে আর হবে না দেখা, যে পথ কেবলই অন্ধকার, নেই একটাও আলোরেখা।
দৈবে যদি দেখা হয় ভুলে, মুখ ঢেকো, যেয়ো পালিয়ে, একবিন্দু নীরব নিঃশ্বাস বাতাসকে যেয়ো বিলায়ে।
সেই শ্বাস ভেসে এসে যেই লাগবে আমার গায়, যেন সেই নীরব ঘায়ে এ প্ৰাণ ধুলেই মিশে যায়।