যখন ইতি



কত রাত জেগে—
তোমায় চোখের সামনে বসিয়ে রাখলাম,
কত অশ্রু মেশালাম,
কত যন্ত্রণায় ছটফট করলাম।

কত ভোরবেলা—
শুভ্র চাদরে ঢেকে তোমার প্রার্থনায় মনস্থির করলাম,
কত আবেগ পৌঁছে দিতে—
তোমায় স্পর্শ করলাম,
কতবার স্পষ্ট করে বোঝাতে চাইলাম—
তোমায় ভালোবাসি,
কতবার তোমায় ছুঁয়ে থাকার বাহানায়—
প্রণয়ে চোখ বাঁধলাম,
তোমায় অনুভবে আনতে কতবার—
জ্বরে শরীর পোড়ালাম।

সেই তুমি এলে...
আমার মৃত্যুর খবরটা শুনে।