তুমি যাকে ভালোবাসো, সে কেমন?
তুমি যার স্পর্শে উন্মত্ত থাকো, সে কেমন?
তুমি যাকে চোখের আড়াল করো না, সে কেমন?
তোমার বুকের ভেতরটা ছুঁয়েছে যে—সে কেমন?
তোমার হাসির কারণ যে—সে কেমন?
তোমার ভেতরে যে-আমি'টা—সে কেমন?
আমি চাই, তুমি আমার
এতটাই কাছে আসো,
যেন আমার—নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
আমি চাই, তুমি আমায়
এতটাই ভালোবাসো,
যাতে তোমার আগে—আমার মৃত্যু হয়।