মুহূর্তের অন্বেষণে



লিখতে না পারলে—
মনটা ভারি অশান্ত লাগে,
লেখালেখি বন্ধ করে দেবো ভাবলে...
নিজের অস্তিত্বকে বিপন্ন লাগে,
নিজেকে মনে হয় মৃত।

তোকে ভুলে থাকতে চাইলেই কি পারা যায়?

আমি আজও দিশেহারা হয়ে রই...
আমাদের ফেলে আসা স্মৃতির খোঁজে,
একটুকরো মুহূর্তের অন্বেষণে।