মুহূর্তবন্দি অনুভূতি



তোমাকে ফিসফিসিয়ে বললাম—
তোমার হাত দিয়ে আমার হৃদয় স্পর্শ করো।
খুউব আলতো করে—
আমার শরীরটা ছুঁয়ে দেখবে একবার?

তুমি এত অস্থির হয়ো না...
তুমি থাকো কিছুক্ষণ এভাবে—
আমার অনুভূতির সবটা জুড়ে,
গভীর আলিঙ্গনে।

আমি আছি সারাক্ষণই—
আমাদের হাতে তো অনেক সময় আছে এখনও।

তুমি বুঝতে চাইছ না কেন?
আমাদের এই সময়টাই আর নেই।

আমাকে বলোনি কেন এক বারও—
তোমার কী হয়েছে?

তুমি আমার হাতটা ছেড়ে দিলে—
আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারতাম না;
তাই বলা হয়ে ওঠেনি।

আমি তোমাকে কখনোই ছাড়তাম না—
আমায় একবার সুযোগ দিতে তুমি!

তোমাকে আমি আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহারটি দিয়ে যেতে চাই—রাখবে?

কী?

শাব্দিক রূপে প্রকাশিত—আমাদের একসাথে কাটানো মুহূর্তবন্দি অনুভূতির এই ডায়েরি।