মুক্ত হবার আকুতি



তুমি কখনও, নিয়ম করে,
আমার বুকে
মাথা রেখো না—
সময় থেমে যাবে।

তুমি কখনও, বেখেয়ালি স্বভাবে,
খোলা চুলে
আমায় ডেকো না—
পিছুটান বেড়ে যাবে।

তুমি আমায় এত বেশি
অনুভবে খুঁজো না,
স্পর্শের আকুলতায়...
এ হৃদয় পুড়তে থাকে।