আমাকে ছোটো করে তোমার কী লাভ?
তোমার কাছে সময়, অর্থ, সাহায্য... চাইনি তো এসবের কিছুই!
এমনকী, স্পষ্টভাবে, ভালোবাসাটাও চাইনি আজও!
এভাবে কষ্ট দিয়ে কথা কেন বলছ? আমার জন্য তোমার মনে কেবলই কি ঘৃণা আর তাচ্ছিল্য?
অহংকার তোমার কানে কানে কী বলে দিয়েছে? বলেছে নাকি... আমি নেহায়েত এক রাস্তার মানুষ? না কি বলেছে... মানুষকে কাঁদালে অনেক হাসা যায়?
আমার এই ভালোবাসা তবে কি একতরফাই?
মিথ্যে বোলো না, এখনও এই দু-বাহুতে তোমার চুলের ঘ্রাণ লেগে আছে।