মিথ্যের মতন সত্য

 ভালোবাসাটা সত্য হলে
তুমিরা থাকে মিথ্যা,
তুমিগুলো সত্য হলে
ভালোবাসা হয় মিথ্যা।
এ কেমন নির্দয়তা!
 
তুমি’র খোঁজে জীবন ছোটে
জীবনেরই পথটা ভুলে,
ভুল তুমি যত, জীবন ঘেরে,
সত্যরা সব থাকেই দূরে!
 
বছর পেরোয়, মাস কেটে যায়, সপ্তা ফুরোয়, দিন এসে যায়......ঘণ্টা বাজে,
মিনিটগুলো জ্বালায় ভীষণ, মুহূর্তরা অসহ্য আরো!
Content Protection by DMCA.com