কোনো সুন্দরীর দিকে
যখন তুমি তাকাও,
তখনও কি তোমার চোখের দৃষ্টিতে এত মায়া রাখো?
...যেমনটা আমার চোখে তাকিয়ে রেখেছিলে।
একই ধরনের স্নিগ্ধতা নিয়ে,
তুমি কি তার সাথেও—
তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির সীমানায়...
হারাতে পেরেছিলে?
তোমার মুখটা এত মলিন কেন?
আমার অনুপস্থিতি—তোমায় আজ এত পোড়াল কেন?
সব ভুলে তুমি আমার খোঁজে মত্ত হলে কেন?
তুমিও কি আমায় ভালোবাসো?