মায়ার আগন্তুক



তুই আমার কাছে শুধুই একটা—মুহূর্ত।
কখনো অসহ্য সুখের,
কখনোবা নিদারুণ যন্ত্রণার।
কখনো অনুভূতির চেয়েও তীব্র,
কখনো প্রার্থনার মতোই নিঃশব্দ।
কখনো সংকল্পের অধিক দৃঢ়,
কখনো স্পর্শের মতোই স্বচ্ছ।
কখনোবা অবিশ্বাসের মতো ভঙ্গুর,
কখনো শ্বাসরুদ্ধকর স্বপ্নের মতো পীড়াদায়ক।
কখনো সুঘ্রাণের ভয়ংকর অসুখ,
কখনোবা স্মৃতির দাফনে বেজে-ওঠা
অতৃপ্তির সুর।
কখনো ঝাপসা-হয়ে-ওঠা
আমার এ চোখ জুড়ে বিক্ষিপ্ত মায়া—
হাতড়ে বেড়ানো আগন্তুক।
কখনোবা ঝরে-যাওয়া অশ্রুর শেষসম্বল।