মন্দির




তুমি কি জানো...
আমি কেমন?
অপেক্ষারই মতন।

তোমার চোখে জমা অশ্রুর ভিড়—
নীরবে ঝরবে কখন?
এ মন তোমায় ছোঁবে যখন।

তোমার স্পর্শে জাগে অচেনা ইঙ্গিত,
তীব্র অনুভূতির আলোয় ভেসে ওঠে—
উপাসনার মন্দির।