কী হবে তোর গতি রে মন,
এক বারও কি ভাবিস না তা?
দিনটা গেলে হরি বলে
একটা বারও ডাকিস তো না!
বিষয়-মদে মত্ত হয়ে,
পরম-তত্ত্ব ভুলেই গিয়ে,
আছিস রে মন মাতাল হয়ে!
দিন চলে যায়…দেখিস না তা?
কমিয়ে দিয়ে বিষয়-আশা,
তাঁর চরণই কর ভরসা;
মোক্ষধামে পাবি রে বাসা,
তা কি তুই জানিসই না?
তাই বলি, মন, ত্বরা করে
হৃদয়ে রাখ হরি ধরে;
ভবসিন্ধুর যাবি ওপারে,
শমনে ভয় করিস না রে।