যখন পাপ পুণ্য একই বেশে, তখন কী আর করা! কোন দৃষ্টি ছুড়লে পরে অশান্ত মন বুঝবে ঠিকই, হৃদয় থেকে কোনটা আসে, আর কোনটা আসে ভানের স্রোতে? এই হাসছ এত সুখের হাসি, তোমায় দেখে আফসোস হয়, যেখানে তোমার থাকার কথা, আছ সেখানেই কি? না কি এখনও অনেক দূরে? এমনকি, শূন্য থেকেও অনেক নিচে? দীর্ঘস্থায়ী যা সত্য আছে, তার অনুমান সত্যি সত্যি কে-ইবা বলো করতে পারে, সেই সত্য চোখের সামনে আসার আগে? এসব না ভেবে, লোকে তো দেখি, ভালোই আছে--- আভিজাত্যে, দুঃসাহসে, আর কিছু ধূর্ততায়ও, ---ওতে পাপ কি পুণ্য, সে খোঁজ রাখতে কারও বোধে বিবেকে...কী-ইবা বাধে? না-বিবেকী স্রোতে ভেসে যায় যত একরোখা জেদ, সাথে ভেসে যায় মানুষের সাথে পুতুলের ভেদ।