প্রিয় নীরা,
এই অট্টালিকার পাহাড়ে আটকে পড়ে
কতদিন আকাশ দেখা হয় না!
ব্যস্ততার শেষে, এই চোখজুড়ে আর
অশ্রু নামে না।
কতদিন বৃষ্টি দেখা হয় না!
খুব কষ্টে সুরের মাঝে—রেখেছি নিজেকে বেঁধে,
আজকাল সময় করে যেন
লেখালেখিটাও করা হয়ে ওঠে না!
কত কথা জমেছে বুকে...তুমি জানো?
কিছুটা লিখেছি,
নিজেকে খুঁজেছি,
তবুও খুব ক্লান্ত শরীরে যে আর
তোমায় ছোঁয়া হয় না।
তুমি আমায় ভেবে কতটা লিখেছ,
সে কথা জানতে বড়ো ইচ্ছে করে।
বলেছিলে, তুমি ভালো আছ,
আমার জন্যই বাঁচতে শিখেছ,
এই পথের শেষ চাও না।
তবুও...
আমার জন্য আর প্রতীক্ষা কোরো না,
তুমি আমার জন্য খারাপ থেকো না।