ভালোবাসার প্রতিদিন



আমি তোমার কাছে...
আর কখনোই জানতে চাইব না—
তুমিও কি আমায় ভালোবেসেছিলে?

'ভালোবাসি' কথাটা উচ্চারণ না করেও,
নিঃশব্দে নিজের সর্বস্বটুকু দেওয়াকে কি
ভালোবাসা বলে না?

এই যে রোজ রোজ আমার অনুভূতিগুলোর যত্ন
তুমি নিজের হাতে করো—
এতে কি ভালোবাসা হয় না?

আমাকে তোমার বুকের গভীরে চেপে ধরে...
সারাটা রাত পার করে দাও—
এই অভ্যেসেই কি ভালোবাসা বাঁচে না?

আমার শরীরজুড়ে যখন তুমি স্পর্শ করো—
ওতে কি ভালোবাসার জোরালো অনুভূতি
টিকে থাকে না?

আমার একমুহূর্তের জন্য চোখের আড়াল হওয়া...
তোমার মনে যে অস্থিরতা জাগায়,
ওতে কি ভালোবাসা বাড়ে না?

আমি যে এক তীব্র নেশায়
তোমার স্মৃতি হাতড়ে বেড়াই...
এতে কি আমাদের দূরত্ব কমে না?

আমার কাছে—
তোমার মনে, আমার জন্য এইটুকু
ব্যাপ্তির প্রকাশ্য রূপই তবে হোক
ভালোবাসা!