যদি এটা তোমাকে অনেক রাত অবধি জাগিয়ে রাখে, আবার এটাই তোমাকে স্বপ্ন দেখায়; যদি এটা তোমাকে ক্রমশ দুর্বল করে দেয়, আবার এটাই তোমার সমস্ত শক্তি হয়ে যায়; যদি এটা তোমাকে অস্থির করে রাখে, আবার এটাই তোমাকে স্বস্তি দেয়; তবে নিশ্চয়ই জেনো, এটাই ভালোবাসা! পৃথিবীতে এই এক ভালোবাসাই একইসঙ্গে সব চেহারায় থাকে!