১. আমি কী ভাবি, তা বলতে যে বলো, বলি কী করে? সত্যি যা ভাবি, তা জেনে ফেললে যদি আর কখনোই জানতে না চাও?
২. তুমি না থাকলে বাঁচতে চাইতাম কি আর এমন করে? তোমায় পেলে বাঁচা হতো কি আর এতটা বেশি?
৩. আমায় যদি না দূরে রাখতে হতো, তবে তোমার কী আর এমন কাজ থাকত, বলো?
৪. পাইনি তোমায়, পেয়েছি স্মৃতি, কে বলতে পারে, হয়তো তোমার স্মৃতিই দামি... তোমার চেয়েও!
৫. দূরে সরতে যে বলো, বেঁচে তো আছি! দুঃখ ভুলতে যে বলো, দূরে তো আছ!
৬. তুমি নেই, এমন জায়গা কোথায় আছে? তুমি নেই, এমন জায়গার কী মানে আছে?
৭. চোখ কি তবে কখনো হৃদয়ের কথাও বলে? আমি তো দেখি, চোখ কেবলই অশ্রু ঝরায়!
৮. তুমি চলে গেলে, আর অমনিই... তুমি থেকে গেলে!
৯. আমাকে হারালে হয়তো তুমি নতুন মানুষ পাবে; তবু জেনে রেখো, আমাদের আর ফিরে পাবে না।
১০. প্রতিটি কথাতেই যদি দাও নিজের পরিচয়, তবে কোনটি অর্থহীন? তুমি? না কি তোমার কথা?
১১. হাসি মানেই হাসি তো নয়, কিছু হাসি মুখোশও তো হয়!
১২. অশ্রু প্রায়ই জানতে চায়, "কী সেই দুঃখ, যা আমাকেও আটকে রেখেছে?"
১৩. তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত... হয় সুন্দর, নয় শিক্ষক।
১৪. কেটে যাবার পর থেকে যায় না যে মুহূর্ত, তা মুহূর্তই নয়, সময় কেবল।
১৫. তোমার সঙ্গে বাঁচতে শেখার পর বেঁচে থাকার সুখে ডুবতে ডুবতে... টেরই পাইনি, কখন তুমি গিয়েছ সরে!
১৬. যা সত্য, তা-ও যদি বুঝতে না চাও, তবে কী করে পারবে বলো বুঝতে আমায়?
১৭. সহজ আয়ুর সহজ রাস্তা... শত্রুর আয়ুকে সহজতর রাখা।
১৮. ভালোবাসা পেয়ে ভালোবাসলে কিছুটা তুমিও... আর তাতেই দু-প্রাণ ওষ্ঠাগত!
১৯. তুমি তো তবু তাদের চেয়ে ভালো, যারা চলে গিয়ে আর থাকেনি পাশে তোমার মতন!
২০. তোমায় যে হারিয়েছে হেলায়, তার না হারানোর আর কী-ইবা থাকে?