ভাবনার বনসাই: দুই-শো আঠারো



(১) - ফেলেই এলে? 
- ভেতরের সবগুলো দরজা একে একে বন্ধ হয়ে গেলে ফেরার আর কোনও পথ থাকে না।
- কেউ কেউ তো তবুও ফেরে…
- আমি অন্য কেউ।

(২) একটা নদী, একটা নৌকো, একটা বৈঠা আর একজন মাঝি।
সত্যিই একজীবনে এর চেয়ে বেশি কিছুর দরকার পড়ে না!

তবুও সাঁতার শিখে রাখা ভালো!

(৩) - এসো, জলকেলি খেলি?
- আমি তো জন্মাবধি খেলা বন্ধ করিনি কখনও!

(৪) - সাবধান, পা পিছলে যাবে।
- আমি জুতো ছাড়াই হাঁটি।

(৫) - ভালো না পেলে অন্তত মন্দের ভালো নিয়ো?
- মন্দের আবার ভালো কী!

(৬) - মেয়েরা আর কী…!
মাথার উপরে ছাদ খুঁজবে আর পায়ের তলায় মাটি...?
- নারী ছাড়াও পুরুষদের চলবে বই কী!

(৭) - মানুষটা এসেছিলেন যে…?
- ওখানে আজ অন্য চেয়ার পাতা!

(৮) - এতই যখন করেছ, এবার এটুকু নাহয় করলেই?
- ওইটুকুনই শেষ করে দেবে!

(৯) - আমাদের দু-জনের মধ্যে পার্থক্যটা কোথায়, জানো?
- কোথায়?
- তুমি পয়সা জমাও, আর আমি স্মৃতি।

(১০) – আমাকে বিশ্বাস করো?
- যদি ভালোবাসি কি না জানতে না চাও, তবে আমার উত্তর হলো, হ্যাঁ, করি।

(১১) – এখনও আমার স্মৃতি বয়ে চলেছ?
- চলতে গেলে যে কিছু-একটা বইতে হয় গো!

(১২) – অত মুভি দেখো কেন?
- তোমাকে পাইনি বলে।

(১৩) – কতদূর পর্যন্ত যেতে আপত্তি নেই?
- যতদূর পর্যন্ত তুমি অচেনা হয়ে যাবে না...।

(১৪) – সারাদিন এত ডাকলাম, তবু সাড়া দিলে না?
- রাতের জন্য ডেকেছিলে যে…!

(১৫) – আমাকে ভালোবাসা যায় না?
- তোমাকে এই প্রশ্ন করে যারা উত্তর পায়নি, আগে তাদের জায়গায় নিজেকে বসাও।

(১৬) – কোথায় যাচ্ছ?
- তীর্থে।
- যাবার আগে আমার হকটা মেটাও…?

(১৭) কেউ ইবাদত করে,
কেউবা ইবাদত দেখায়।

(১৮) – চোখের দিকে এভাবে তাকিয়ে আছ যে?
- এর কারণটা যে জানে, সে কখনও তাকায় না।

(১৯) তোমাকে দেখার নেশাতেই
খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি!

(২০) – যদি কখনও জানতে পারো, আমি অন্য কাউকে ভালোবাসি?
- তবে সেদিন মুক্তি পাবো!
- আমার কাছ থেকে?
- না, আমার ভালোবাসা নিয়ে সমস্ত সংশয় থেকে।
Content Protection by DMCA.com