১. তোমার কল যখন আসে, আমার মুঠোফোনে তোমার চুলের ঘ্রাণ ভাসে।
২. ঈশ্বর সবাইকেই ভালোবাসে। এই কথাটি তারাও বলে, যারা অবিশ্বাসী... ঈশ্বরকে নয়, বিশ্বাসীদের খুশি রাখতে।
৩. কেন সেই দরোজায় কড়া নেড়েছিলাম, কী খুঁজতে সেই দরোজায় গিয়েছিলাম, ...আজ তার কিছুই পড়ে না মনে।
৪. জীবনে এমন একেকটা সকাল আসে, যেসব সকাল সঙ্গে করে আলো নিয়ে আসতে ভুলে যায়।
৫. যদি জানতে পারতাম, পৃথিবীটা কালই ধ্বংস হয়ে যাবে, তবে তোমায় যেভাবে জড়িয়ে রাখতাম, সেভাবেই যেন জড়িয়ে রাখি সবসময়।
৬. কেন আমি তোমার আগেই ঘুমিয়ে পড়ি, জানো? যাতে জেগে উঠে ঘুমন্ত তোমার মুখটা দেখতে পারি!
৭. তোমায় আমি ভালোবাসি বলে আমার সামনে বসে সারাক্ষণই অমন করে নাকের ফুটোয় গুপ্তধন খুঁজে বেড়াবে?
৮. তোমায় দেখে প্রতারক ভাবতে ইচ্ছে করে না। আমরা কি আবার আগের মতো হয়ে যেতে পারি না?
৯. তুমি কাছে এলে আমি সহজ হয়ে যাই। তুমি পাশে থাকলে দুঃখকেও আপন লাগে।
১০. যে মানুষ অন্যদের সামনে তার সঙ্গীকে ছোটো করে, তার সঙ্গে থাকার চাইতে কঠিন কাজ আর কী আছে!
১১. মানুষ অফিসারকে মনে রাখে না, মানুষ মানুষকে মনে রাখে।
১২. মরে যেতে আপত্তি নেই, কিন্তু মার খেয়ে বাঁচতে অনেক কষ্ট।
১৩. বিবাহিত ব্যাচেলর... পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ স্বাধীন মানুষ।
১৪. অমর হতে চাইলে নির্ভীক হতে শেখো। বেঁচে থাকতে চাইলে ভয় পেতে শেখো।
১৫. হ্যাঁ, সময় তোমাকে দিতেই পারি। কিন্তু কেন দেবো?
১৬. একেকটা জীবনে একেকটা জিনিস দামি।
১৭. যে টাকা ওড়ায়, সে যতটা উড়নচণ্ডী, ততোধিক ধনী।
১৮. তোমার সমস্ত আদর্শ তোমার পকেটে ঢুকিয়ে রাখো, যদি না কেউ তোমার কাছ থেকে ওটা নিয়ে জানতে চায়।
১৯. বসের মাইন্ডসেট না বুঝে বসের সামনে কখনোই দামি দামি কথা বোলো না।
বেশিরভাগ বসই "পদাধিকারবলে" জ্ঞানী।
২০. যেটার জন্য তোমাকে পয়সা খরচ করতে হচ্ছে না, সেটার কৈফিয়ত কখনও চেয়ো না। লোকে বিরক্ত হয়।