১. সাফল্য তো তখনই আসে, যখন সমস্ত অভিজ্ঞতার নির্যাস এবং যুক্তি, এই দুই-ই হার মেনে যায় ইচ্ছের কাছে।
২. পরের ঈশ্বরকে না খুঁচিয়ে বরং নিজের ঈশ্বরকে ডাকতে জানলেই ঈশ্বরের সাক্ষাৎ মেলে।
৩. পর কখনও তার হয় না শত্রু, যদি সে নিজেই নিজের শত্রু না হয়।
৪. মস্তিষ্ক কথা বলে শব্দের খরচে, হৃদয় কথা বলে দৃষ্টির গরজে, আত্মা কথা বলে নীরব প্রকাশে।
৫. আমি ভালোবাসার সওদা করে চলি। আমার আবার লোকের অভাব কীসের?
৬. মেধা নয়, আন্তরিকতা। ---লক্ষ্যে পৌঁছোনোর মন্ত্র এটুকই।
৭. আবেগ যে বোঝেই না, আবেগ তাকে দেখিয়োই না।
৮. নিজেকেই যে করুণা করে, দারিদ্র্যে সে সততই মরে।
৯. যে হৃদয় আজও পায়নি যন্ত্রণা, সে হৃদয় আজও শেখেনি বাঁচতে।
১০. যে হৃদয় পাথরের চেয়েও কঠিন, সে হৃদয়ও ভাঙে ভালোবাসার ঘায়ে।
১১. আমায় দেয় না বাঁচতে তোমার যে পুণ্য, কোন পাপটা বলো তার চাইতেও ঘৃণ্য?
১২. যে ধর্মে ভালোবাসা নেই মানুষের প্রতি, সে ধর্ম ধর্মও নয়, দর্শনও নয়, গোঁড়ামিই অতি।
১৩. যে মজে যার প্রেমে, সে ডুবে তার হেমে। সেই হেম দেখে সে-ই কেবল, ভালোবাসে যে।
১৪. হৃদয়ে যার শয়তানের বাস, তার চোখে সবই অসুন্দরের আশ।
১৫. আমাদের সমস্ত ভালোবাসা দেখায় তাদেরই--- যাদের আমরা ততটাই ভালোবাসি, যতটা বাসি ভালোবাসাকে; যাদের আমরা ততটা ভালোবাসি না, যতটা বাসি ক্ষমা করাকে।
১৬. ভালোবাসার যে জোরে মানুষ ভিন্নতাকেও জড়িয়ে ধরে, সেই একই জোরে মানুষ ভিন্নতাকেই দূরে ছুড়ে মারে।
১৭. যে মানুষ, সামনে যা আসে, তা... গ্রহণে সহজ, বর্জনে সহজতর, বাঁচার অধিকার তার একারই।
১৮. ভোগ না করেই হয়েছে যে ত্যাগী, তার চাইতে সে-ই উপরে, যে ত্যাগী হয়েছে ভোগী হবার পরেই।
১৯. বুদ্ধিমত্তা, ধার্মিকতা, আধ্যাত্মিকতা... এসবের অনেক উপরে যে ঐশ্বর্য, তার নামই জ্ঞান।
২০. আজকের বীজ, কালকের গাছ।