বোধের অন্তর্লিখন



তোমার নিঃশ্বাস চেপে ধরে বুঝলাম—
তুমি কখনও আমায় ভুলতেই চাওনি।

তোমার সাথে কিছু মুহূর্ত কাটিয়ে দেখলাম—
তুমি কখনও আমায় প্রয়োজন ভাবোনি।

তোমার অভিমানে থেকে জানলাম—
তুমি এখনও দুঃস্বপ্নের ঘোর কাটাতে পারোনি।

তোমার শরীর স্পর্শ করে দেখলাম—
তুমি আজ‌ও অভিনয় করতে শেখোনি।

আমার দেওয়া সময়জুড়ে
তুমি কাঁদলে অসহায়ভাবে;
তখনই বুঝলাম,
তুমি কখনও জিততেই চাওনি।