বোধের অনধিকার



তোমাকে এখন খুব করে অনুভব করি না,
সে অধিকার তুমি কেড়ে নিয়েছ।

আমি কি ভীষণ বোকার মতন কথা বলি?
অধিকারই তো দাওনি—
আবার কেড়ে নেবে কী করে?

তোমায় এখন আর নিয়ম করে জড়িয়ে ধরি না,
এর আগেই তুমি চলে গিয়েছ।

আমি কি শুধু প্রতীক্ষাতেই থেকে গেলাম?
কাছেই তো আসোনি—
আবার হারিয়ে যাবে কী করে?

এখন তোমার একটু আদরেই
আমার অভিমান সাড়া দেয় না,
এর আগেই তুমি আমায় ভুলেছ।

আমি কি শুধু তোমাতেই নিজেকে খুঁজলাম?
ভালোই তো বাসোনি—
আবার আমায় ছোঁবে কী করে?