বেদনাচর্চার নোটবুক




১. প্রতারণাই কৌশল, কৌশলই প্রতারণা।

২. ভক্তি তো সবাই-ই করতে পারে, ভক্তি হজম করতে পারে কয়জন?

৩. বুকভরা দুঃখ ছাড়া আর কিছুই আমাদের নেই, অথচ আমরা দেখাই...এই আছে, সেই আছে...কত কিছু!

৪. নিঃসন্তান দম্পতির হতাশাভরা চোখ কখনও দেখতে পায় না, সন্তান থাকাটাই কত বাবা-মা'য়ের পৃথিবীতে একমাত্র দুঃখ!

৫. মানুষের খারাপ সময়ে মোমের আঁচও হাত পুড়িয়ে দিয়ে যায়।

৬. পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটিও কখনও কখনও পাশে-বসা খারাপ মানুষের সাথে ভাগ্য বদল করতে চায়।

৭. মানুষ বলে, বয়স হলে সব ঠিক হয়ে যায়। যায় হয়তো, নইলে যে-মানুষ খেলনা ভাঙলে কাঁদত, সেই মানুষটাই মন ভাঙলে চুপ করে থাকে কীভাবে?

৮. দুঃখ ভুলে থাকার দারুণ আর প্রাচীন একটা টেকনিক হচ্ছে: অন্যের দুঃখের ব্যবচ্ছেদ করা।

৯. একদিন সবশেষে দেখা যায়, একটু নিজের দিকে তাকানোর সময়টাই আর হলো না কখনও।

১০. জীবনে প্রতিদিনের হিসেব প্রতিদিন করে ফেলা উচিত; কারণ প্রতিদিনই হিসেবে নতুন করে গোলমাল দেখা দেয়, আর গোঁজামিল দিয়ে নিজেকে বোঝাতে হয়, "মিলেছে, আমারটা মিলেছে!"।