: তোমার মতন এমপ্যাথেটিক একজন মানুষের দুঃখের ভার যে অনেকটাই বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তোমার আশপাশে থাকতেই যেন মনের আকাশের মেঘগুলো ক্রমশই দূরে সরে যায়।
জানো, মানুষের অতিরঞ্জিত আচরণের ছায়াতলে থাকতে আজকাল ভীষণ অস্বস্তি লাগে, এরাই সুযোগ পেলে আমার বুকে ছুরি বসাতে এক বারের জন্যও দ্বিধা করবে না।
: গতকাল অবচেতনভাবেই তুমি বলে বসলে, সত্যিকারের ভালোবাসা পাবার সৌভাগ্য কিন্তু আমারও হয়েছিল।–তোমার এমন স্বীকারোক্তিতে যেন হকচকিয়ে গেলাম।
: প্রত্যাশা বাড়ালে ভালোবাসা ধ্বংস হয়, আর অপেক্ষার উচ্চতায় ভালোবাসা ছোঁয় আকাশ—ছোঁয় তোমাকে।
: তুমি কিন্তু বললে না, তার একতরফা ভালোবাসা আজও তুমি নিজের ভেতরে পুষে রাখতে এতটা মরিয়া কেন? এতটা দৃঢ়ভাবেও কি হৃদয় ছোঁয়া যায়?
: তাকে আর-একটা বার সামনে পেলে শুধু বলতাম, তার আক্ষেপে আমাকে যেন আর বাঁচিয়ে না রাখে। সেই ক্ষতবিক্ষত বুকের গভীরে যে-মুহূর্তে চোখ রেখেছি, সেই ক্ষণ থেকে আজ অবধি নিজেকে ক্ষমা করতে পারিনি।