তুমি পাশ ফিরে শুয়ে—
আমার যন্ত্রণা বাড়িয়ো না।
আমি কি তোমার উষ্ণতাকে—
নিজের করে পেতে পারি?
তুমি আমার নিবিড় ঘুমে মিশে থাকো...
প্রণয়ের প্রবল আগ্রহে।
অপেক্ষার অধীর চুম্বনে ভরিয়ে,
আজ তোমার অস্তিত্বকে—
প্রগাঢ় অভিলাষে ছুঁয়ে থাকার,
অনুমতিটুকু দেবে আমায়?
আমার ঠোঁটে—
তুমি বুনেছিলে আজন্ম সুখ...
যেন বিষণ্নতা নামাতে—
তোমার দীর্ঘতর নিঃশ্বাস থেকেছে
নিতান্তই অনিচ্ছুক।