বিপর্যয় উতরে সূর্যাস্ত



আমি এক রুক্ষ চোখের আড়ালে
প্রাণ খুঁজলাম—
বৃথা সময়ের আলোকপাতে
হৃদয়ে বাড়ল বেগতিক ব্যথার প্রলয়।

তুমি স্পষ্টভাবে কাছে ডাকলে আমায়...
কী নামে ডেকেছ?
অপ্রাপ্তির বঞ্চনা সহ্য করে,
তোমার ধীরকণ্ঠে আমার ডাকনাম,
যেন এক অপ্রত্যাশিত সম্ভাবনার সূত্রপাত।

স্পর্শকাতর স্বভাবে আমাকেই—
ভুলবশত জড়িয়ে ধরলে তুমি।
বুঝতে কালক্ষয় হলো এবারও—
দাম্ভিক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দিলে সজোরে...
আঘাত করার পূর্বমুহূর্তেই যেন তা তুলে নিলে!

এবার তোমার অভিসন্ধি আমার কাছে প্রকাশিত।
কী আশ্চর্য তোমার দৃষ্টি!
এড়িয়ে যেতেই শ্বাসকষ্টে বুক কাঁপে।
আরাধ্যে তোমার প্রতিচ্ছবি—
যেন নির্বাসিত আলোর কুঠুরিতে সীমাবদ্ধ।

ধ্বংসাত্মক প্রণয়ে এক দগ্ধ স্মৃতির উদ্দেশ্যে—
রওনা হলাম আমরা;
তোমার হাতের আঙুল স্পর্শ করতেই—
পরবর্তী গন্তব্যে পৌঁছলাম।

সূর্যাস্তের সময় হয়েছে—
বিপর্যয় উতরে
এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে চলেছি আমরা।