দোয়েল-কোয়েল পাখির মিঠে
ঘুম-ভাঙানো গানে,
ঢেউ-খেলানো ধানের মাঠে
মন যে আমার টানে।
কাজলা-বিলের কলমিফুলের
পরাগ পড়ে ঝরে,
ময়নাদিঘির শাপলা-শালুক
ফুটছে থরে থরে।
ঝিঙাশাইল, রূপশাইল আর
বাসমতি ধান গো...
মন ভরিয়ে, দেয় জুড়িয়ে
আমার এ প্রাণ গো।
রূপকথারই স্বপন আঁখির
দুটি পাতায় আনে,
বিনিসুতোর মালা গেঁথে
গোপনে মন টানে।
ধানের মাঠে কৃষাণ চলে
গামছা বেঁধে মাথায়,
কত নারী আড়নয়নে
বাঁকা চোখে তাকায়।
গাঁয়ের ঘাটে খালের পানি
খিলখিলিয়ে হাসে,
কত ডাগর কাজলআঁখি
কলসি নিয়ে আসে।