বিদায়ের নৈঃশব্দ্য



তুমি ফিরতে এত দেরি করলে কেন?
বলো...!
অপেক্ষা করতে কষ্ট হয় না বুঝি?

আমার হাতে এখন আর কতটুকই-বা সময় আছে, দেখো?
আমি কি পারব আমার ভালোবাসার সবটুকু অনুভূতি তোমায় বলে যেতে?

আমার ভীষণ কষ্ট হচ্ছে...
তুমি আমার অগোছালো চুলগুলো আলতো করে ছুঁয়ে দিলে—
আমার অভিমান বেড়ে যায়।

তুমি একবার আমায় খুউব শক্ত করে জড়িয়ে রেখেছিলে বুকের গভীরে—
সেই মুহূর্তে মনে হয়েছিল,
এ জীবনে আমার সব পাওয়া হয়ে গেছে।

আমাকে হাসতে দেখে অবাক হয়ো না—
আমি তোমায় হাসিমুখেই বিদায় বলতে চাই।
তোমায় বিদায় দিতে মন চাইছে না,
তবুও, স্বাভাবিক নিয়মেই আমি চলে যাচ্ছি।